-->
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলি, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলি, নিহত ২

কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে দুই রোহিঙ্গা ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

 

মঙ্গলবার দুপুর ১টার দিকে ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

 

নিহতরা হলেন- ক্যাম্প-১৩, জি/৪ এর বাসিন্দা বাচা মিয়ার ছেলে মো. রফিক (৩৪) ও মুহাম্মদ হেসেনের ছেলে মো. রফিক (৩০)। আহত রোহিঙ্গা যুবকের নাম মো. ইয়াসিন (২৮)।

 

ওসি মোহাম্মদ আলী জানান, গতকাল দুপুরে ১৫ থেকে ১৬ জন দুর্বৃত্ত বালুখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে গুলি চালাতে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন ঘটনাস্থলেই মারা যান।

 

পরে গুরুতর দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

এর আগে ১৮ মার্চ শনিবার কক্সবাজারের বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। তার নাম হাফেজ মাহবুব (২৭)। নিহত মাহবুব ক্যাম্প-১৯ এর ডি/৯ বøকের সৈয়দ আমিনের ছেলে।

 

তিনি হাফেজ পড়ুয়া ছাত্র ও আইনশৃঙ্খলাবাহিনীকে সহায়তা করতেন। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে ক্যাম্প ১২ এর জি/৭ ব্লকের সামনে সন্ত্রাসীরা হাফেজ মাহবুবকে গুলি চালায়। এতে দুই রাউন্ড গুলিবিদ্ধ হয়।

 

তাকে উদ্ধার করে প্রথমে এমএসএফ হাসপাতাল ও পরে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

তিনি আরও বলেন, পুলিশ ও এপিবিএনের নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি।

 

ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version