গাজীপুরের শ্রীপুরে শাহরিস কম্পোজিট নামে এক তোয়ালে তৈরির কারখানায় আগুন লেগেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর পৌরসভার বহেরারচালা এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হসেন রায়হান বলেন, ‘বিসমিল্লাহ গ্রুপের শাহরিস কম্পোজিট কারখানায় আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
আগুন লাগা ভবনে মেশিন ও তুলা রয়েছে। আগুন মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই ভবনে কোনও শ্রমিক ছিল না।’
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি।
কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় পৌনে এক ঘণ্টা পর কারখানায় পৌঁছায়।
ততক্ষণে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান তার বিরুদ্ধে কারখানা কর্মকর্তার অভিযোগের বিষয়ে বলেন, ‘আমাদের জানানোর সঙ্গে সঙ্গেই ফোর্স নিয়ে বেরিয়ে পড়েছি।
তবে কারখানায় পানি সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা নেই। রাস্তা সরু হওয়ার পরও আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসেছি।’
ভোরের আকাশ/নি
মন্তব্য