সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের গোয়ালপাড়া হাই স্কুলের চুরি যাওয়া ফ্যানসহ চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
মঙ্গলবার রাতে মসলন্দপুর এলাকা থেকে ১২টি ফ্যান ও ১টি পানির পাম্পসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গত সোমবার রাতে গোয়ালপাড়া হাই স্কুল থেকে স্কুল কক্ষের তালা ভেঙে ১২টি সিলিং ফ্যান ও ১টি পানি তোলার পাম্প চুরি হয়।
চুরির ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম নিজে বাদী হয়ে সোনারগাঁ থানায় সন্দেহজনক ৮ জনের নাম উল্লেখ করে একটি চুরির মামলা করেন।
মো. আলিফকে প্রধান আসামি করে মোট ৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। সেই সুবাদে পুলিশ আসামি গ্রেপ্তারের জন্য মাঠে নামে এবং চোর চক্রের তিন সদস্যকে ধরতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত তিনজন হলেন- বারদী ইউনিয়নের বাস্তববাগ গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে মোহাম্মদ আলীফ মিয়া, মাসলন্দপুর গ্রামের হাবিবের ছেলে মো. ইকবাল হোসেন এবং একই গ্রামের মোহাব্বত আলীর ছেলে মো. আলমগীর মিয়া।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক মো. আহসানউল্লাহ জানান, চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের চুরির মামলায় জেলহাজতে পাঠানো হবে।
ভোরের আকাশ/নি
মন্তব্য