-->

ডাচ্-বাংলা ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখায় চুরি

ময়মনসিংহ ব্যুরো
ডাচ্-বাংলা ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখায় চুরি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ডাচ্-বাংলা ও মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখায় চুরির অভিযোগ উঠেছে। এ সময় দুই শাখা থেকে ৬ লাখ টাকা ও একটি ল্যাপটপ চুরি হয়েছে বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

 

উপজেলা সদরের হাসপাতাল রোডে জেলা পরিষদ মার্কেটের বিপরীতে ব্যাংক দুটির এজেন্ট শাখায় চুরির ঘটনা ঘটে।

 

ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক জয় সাহা বলেন, শনিবার সেহরির পর চুরির ঘটনাটি ঘটতে পারে। চোরের দলটি ব্যাংকে ঢুকে ড্রয়ারের তালা খুলে ৬ লাখ টাকা নিয়ে গেছে।

 

বিষয়টি বাজার সমিতি ও পুলিশকে জানানো হয়েছে।

 

এদিকে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক মো. তাসনিমুল হাসান রাফি বলেন, রোববার সকালে ব্যাংকে ঢুকেই গ্রিল ভাঙা দেখতে পাই।

 

ভেতরে প্রবেশ করে দেখি, ব্যাংকে থাকা একটি ল্যাপটপ নেই। পরে পার্শ্ববর্তী ডাচ্-বাংলা এজেন্ট শাখার ভেতরের জিনিসপত্র এলোমেলো দেখে তাদেরকেও খবর দেই।

 

দুটি এজেন্ট ব্যাংক শাখার মালিক মো. রিয়াদ বলেন, শনিবার রাত সোয়া ২টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাই। এরপরই হয়তো গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে চুরির ঘটনাটি ঘটায়।

 

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version