ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ইতি রানী দাস (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের ধরন্তি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইতি রানী দাস জেলার নাসিরনগর উপজেলার নাসিরনগর ইউনিয়নের রামচরণ দাসের মেয়ে।
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বলেন, ' বৃহস্পতিবার সকালে ইতি রানী দাস এবং তার পরিবারের সদস্যরা সিএনজিতে করে নাসিরনগরে যাচ্ছিলেন। পথিমধ্যে ধরন্তি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিটিকে চাপা দিয়ে চলে যায়৷ এই ঘটনায় ইতি মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'
এদিকে ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/আসা
মন্তব্য