-->

পঞ্চগড়ে ঈদে ব্যতিক্রম আয়োজন

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ঈদে ব্যতিক্রম আয়োজন

দেশের বিভিন্ন প্রান্তে কর্মব্যস্ত ঘরে ফেরা প্রাক্তন শিক্ষার্থীরা ঈদের আনন্দকে ভাগাভাগি করতে পঞ্চগড় সদর উপজেলার হাজী খামির উদ্দীন প্রধান আলিম মাদ্রাসার (১৯৯৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দাখিল ও আলিম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা) নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।

 

রোববার দিনব্যাপী মাদরাসা মাঠে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বেশ কিছু খেলাধূলার আয়োজন করে ঈদের আনন্দকে বর্ণিল করে তোলে। গ্রামীণ বিলুপ্তপ্রায় এসব খেলা দেখতে আশপাশের কয়েক গ্রামের মানুষ ভীড় করে।

 

গ্রামীণ খেলাগুলোর মধ্যে ছিল হাড়িভাঙ্গা, রশি টান, কোমরে রশি বেধে শক্তি পরীক্ষা, বালিশ খেলা, বেলুন ফুটানো ইত্যাদি।

 

খেলা শেষে বিকেলে মাদরাসার হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন, অধ্যক্ষ এআর এম শহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মো. আনসারুল হক সহ শিক্ষক, কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরা।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version