ডিমলায় সড়ক দুর্ঘটনা, নিহত ২

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
ডিমলায় সড়ক দুর্ঘটনা, নিহত ২

নীলফামারীতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

 

সোমবার দুপুরে বালাপাড়া ইউনিয়নে বদ্ধভূমি রোডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, মো. বুলু হোসেনের ছেলে রতন ইসলাম (২৫) ও মৃত বাচ্চু ইসলামের ছেলে রফিক হোসেন রাফি (২৪)।

 

জানা যায়, রতন ও রাফি ডাঙ্গারহাট থেকে গোমনাতী বাজারের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন। গোমনাতী থেকে ছেড়ে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল থেকে রতন ও রাফি রাস্তায় পড়ে গুরুতর আহত হলে ডিমলা উপজেলার স্বাস্থ্য কমফ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য