গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে হেলেনা আকতার (১৬) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ববনপুর (বাঘমারা) শ্মাশান ঘাট থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সে একই ওয়ার্ডের চাসকপাড়ার হেলাল মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক কৃষক তার জমিতে পটোল উঠাতে যায়। এসময় শ্মাশান ঘাটের একটি গাছে ঝুলন্ত অবস্থায় হেলেনা আকতারকে দেখতে পায়। পরে এ ঘটনা তারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ এসে ওই কিশোরীর ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
এদিকে, এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত কিশোরীর স্বজনরা এসে হেলেনার লাশ সনাক্ত করেন।
নিহতের চাচা মাসুদ আলী জানান, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে হেলেনা আকতার নিখোঁজ হয়। পরে বিভিন্ন এলাকায় খুঁজতে থাকে তার পরিবার। খোঁজার এক পর্যায়ে আজ (শুক্রবার) লাশ উদ্ধারের বিষয়টি জানতে পারেন। নিহত হেলেনা আকতার মানসিক রোগী ছিলেন। এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল বলে দাবি তার।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন ভোরের আকাশকে বলেন, ওই কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তার মৃত্যুর রহস্য ময়নাতদন্তের পরে জানা যাবে।
ভোরের আকাশ/আসা
মন্তব্য