কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে আহত করে আসামি ছিনিয়ে নেয়া সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার শ্রীনগর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর সকালে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আসামি সাদ্দাম হোসেন উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গোছামারা গ্রামের মিয়া হোসেন মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি নারী নির্যাতন মামলায় আসামি সাদ্দাম হোসেনকে দেড় বছরের কারাদন্ড দেন কিশোরগঞ্জের আদালত। এ মামলায় তিনি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। খবর পেয়ে রোববার গভীর রাতে আসামি সাদ্দাম হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশ সদস্যরা তার হাতে হাতকড়া পরাতে গেলে পরিবারের সদস্যরা বাধা দেন। একপর্যায়ে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন।
এ সময় পুলিশ পরিচয় দিলেও তারা আসামিকে ছিনিয়ে নিয়ে তাদের ওপর আক্রমণ চালান। এতে তিন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে পালিয়ে যান সাদ্দাম। পরে এ ঘটনায় আসামি সাদ্দামের মা নাদিরা বেগম (৫৩), বোন শাহিদা বেগম (২৫) ও আঁখি বেগমকে (১৮) আটক করে পুলিশ।
ভৈরব থানার ওসি মাকছুদুল আলম বলেন, সাজাপ্রাপ্ত আসামি সাদ্দামকে ছিনিয়ে নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে শ্রীনগর থেকে তাকে আটক করা হয়েছে। আর আসামিকে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য