-->

সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মকর্তার মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে মাটি বোঝায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমা খাতুন (৩৫) ঘটনাস্থলেই মারা গেছেন।

 

বুধবার দুপুর ১ টার সময় সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।নিহত নাজমা খাতুন জীবননগরের আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের ক্রেডিট কর্মকর্তা।এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের ক্রেডিট কর্মকর্তা অনাদি চরণ (৩২)। তাকে মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, দুপুর ১ টার সময় আন্দুলবাড়ীয়া ব্র্যাক অফিসের দু' ক্রেডিট কর্মকর্তা অফিসের কাজে মোটরসাইকেলযোগে সেনেরহুদা গ্রামে যাচ্ছিলেন। তারা সেনেরহুদা গ্রামের জিরোপয়েন্ট নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আশা মাটি ভর্তি একটি ট্রাক্টর তাদেরকে সজোরে ধাক্কা দেয়।

 

এতে মোটরসাইকেল আরোহী নাজমা খাতুন মোটরসাইকেলের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এবং চালক অনাদি চরণ গুরুতর আহত হন।

 

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন মৃধা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version