ময়মনসিংহকে বলা হয় চিকিৎসা নগরী। এখানে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে চিকিৎসা সেবা পাওয়ার আশায় ছুটে আসে হাজার হাজার মানুষ। আর এদের চিকিৎসা সেবা প্রদানের জন্য চরপাড়ায় ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি গড়ে উঠেছে আধুনিক সুবিধা সম্বলিত এবং মানসম্মত বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক।
এর পাশাপাশি এই সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নিম্ন মানের অনেক ক্লিনিক ও প্রাইভেট হাসপাতাল। ফলে রোগীরা সুচিকিৎসার পরিবর্তে সম্মুখীন হচ্ছে অপচিকিৎসা এবং প্রতারণার। আবার এদের মধ্যে এমনও কিছু ক্লিনিক, হাসপাতাল আছে যারা সাইনবোর্ডেও ব্যবহার করে না।
তারা মূলত দালাল দ্বারা রোগী এনে ভুয়া চিকিৎসা করে রোগীকে করছে সুচিকিৎসা থেকে বঞ্চিত এবং পরিবারকে করছে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। এমনই একটি ক্লিনিক চলছে নিউ সমরিতা প্রাইভেট হাসপাতাল নামে।
তিনতলা ফ্ল্যাটের এই ক্লিনিকটি কাগজে-কলমে সবার জন্য মানসম্মত চিকিৎসা সেবা লেখা থাকলেও প্রতিষ্ঠানটির সামনে নেই কোনো সাইনবোর্ড। মূলত দালালদের মাধ্যমে রোগী আনা নেয়ায় চলে এই তিনতলা ফ্ল্যাটের প্রাইভেট হাসপাতালটি।
সাইনবোর্ডবিহীন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাসেল আহমেদ বলেন, আমাদের কোনো সাইনবোর্ড লাগে না। আমরা নিজেরাই সাইনবোর্ড।
অনুসন্ধানে জানা গেছে, গত ঈদের আগে চুরখাই ইউনিয়নের একজন রোগী সিজার করাতে এসে ডাক্তার ও পরিচালকের গাফিলতির কারণে মারা যায়। পরে বিষয়টি রোগীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে টাকার বিনিময়ে ধামাচাপা দেয়া হয়।
নিউ সমরিতা হাসপাতালের ভিজিটিং কার্ডে লেখা- আমাদের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার, অত্যাধুনিক প্যাথলজি ল্যাব, যেখানে করা হয় এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাফ এবং রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের চেম্বার।’ কিন্তু বাস্তবের সাথে এর কিছুই মিল নেই। এরা ময়মনসিংহ সিভিল সার্জনের নাকের ডগায় গড়ে তুলেছে চিকিৎসার নামে অপচিকিৎসার এক বিশাল সাম্রাজ্য।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ জেলার সিভিল সার্জন কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি আগে দেখতে হবে পরে বলতে হবে। এখন কিছু বলা যাচ্ছে না।
ভোরের আকাশ/নি
মন্তব্য