-->
ঘূর্ণিঝড় মোখা

স্বস্তি ফিরেছে বরগুনার জনজীবনে

বরগুনা প্রতিনিধি
স্বস্তি ফিরেছে বরগুনার জনজীবনে
ঘূর্ণিঝড় মোখার পর জনজীবনে স্বস্তি ফিরেছে।

ঘূর্ণিঝড় মোখার কারণে গত দুদিন ধরে উপকূলীয় জেলা বরগুনায় জনজীবনে ছিল অস্বস্তি। আতঙ্কে নির্ঘুম রাত কেটেছে বেড়িবাঁধ এলাকার মানুষের। তবে এখন কোনো বাতাস-বৃষ্টি নেই। নদ-নদীও শান্ত-স্বাভাবিক, আকাশে রোদের ঝলকানি। সবমিলিয়ে জনমনে ফিরেছে স্বস্তি।

 

দুপুরের থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে মেঘমুক্ত বরগুনার আকাশে। এতে স্বস্তি ফিরে পুনরায় কর্মব্যস্ত হয়ে পড়ছে এখানকার মানুষ। তবে জেলায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

 

বরগুনা যুব রেডক্রিসেন্টের ভারপ্রাপ্ত যুবপ্রধান সজীব হোসেন বলেন, গত দুদিন ধরে ঘূর্ণিঝড় আতঙ্কে ছিল বরগুনার মানুষ। তবে এখন অনেকটাই আতঙ্ক কমেছে। সকালে অল্প বাতাস থাকলেও দুপুরের পর থেকে পুরো পরিস্থিতির উন্নতি হতে শুরু করে। এখন আকাশে রোদের ঝলকানিতে জনমনে স্বস্তি বইছে। তবুও মানুষকে নিরাপদে থাকতে বলছি।

 

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, দুর্যোগ মোকাবিলায় জেলায় ৬৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়। সাড়ে ৯ হাজার স্বেচ্ছাসেবক বরগুনা জেলায় কাজ করছে। জেলা প্রশাসনের সকল কর্মচারী সরকারি বেসরকারি সংস্থার মানুষ কাজ করছে বরগুনা জেলায়।

 

জেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট থেকে নদী ভাঙন এলাকায় বারবার মাইকিং করা হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version