-->

গফরগাঁওয়ে বঙ্গবন্ধু-১০০ ধানের বাম্পার ফলন

ময়মনসিংহ প্রতিনিধি
গফরগাঁওয়ে বঙ্গবন্ধু-১০০ ধানের বাম্পার ফলন
ময়মনসিংহের গফরগাঁওয়ে বঙ্গবন্ধু-১০০ ধানের বাম্পার ফলন হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে উচ্চ ফলনশীল বঙ্গবন্ধু-১০০ ধানের বাম্পার ফলন হওয়ায় হেক্টরপ্রতি নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে দেড় টন বেশি উৎপাদন হয়েছে। এতে বঙ্গবন্ধু ধান-১০০ চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

 

গত বছর শুধু রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামে বঙ্গবন্ধু-১০০ ধানের একটি প্রদর্শনী প্লট দেয়া হয়েছিল। ভালো ফলন হওয়ায় চলতি মৌসুমে উপজেলার চরআলগী, রাওনা, মশাখালী, গফরগাঁও, উস্থি, পাইথল ইউনিয়নে সাতটি প্রদর্শনী প্লটসহ মোট ১৫ হেক্টর জমিতে বঙ্গবন্ধু-১০০ জাতের ধান আবাদ হয়েছে।

 

উস্থি ইউনিয়নের ইউপি সদস্য মো. লিটন মিয়া বলেন, আমার ভাই খাইরুল বাশার প্রদর্শনী প্লটের মাধ্যমে প্রায় ৬০ শতাংশ জমিতে বঙ্গবন্ধু-১০০ জাতের ধান চাষ করে সর্বোচ্চ ফলন পেয়েছেন। শতাংশ প্রতি প্রায় এক মণ ধান পেয়েছেন। এ ধানের উৎপাদন বেশি, চিকন চাল এবং ভাত খেতে সুস্বাদু।

 

উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাতটি প্রদর্শনী প্লটসহ ১৫ হেক্টর জমিতে বঙ্গবন্ধু-১০০ জাতের ধান আবাদ হয়েছে। হেক্টরপ্রতি বঙ্গবন্ধু ধান-১০০ এর উৎপাদন হওয়ার কথা ৬ টন।

 

কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

 

অর্থাৎ প্রতি হেক্টরে বঙ্গবন্ধু ধান-১০০ উৎপাদন হয়েছে সাড়ে সাত টন। উৎপাদন বেশি হওয়ায় বঙ্গবন্ধু-১০০ জাতের ধান চাষে কৃষকদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে সাতটি প্রদর্শনী দেয়া হয়েছিল।

 

আশা করি, আগামী মৌসুমে উপজেলার সর্বত্র বঙ্গবন্ধু-১০০ জাতের ধান ছড়িয়ে পড়বে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version