-->

ব্যাগের মধ্য থেকে নবজাতক উদ্ধার

মাগুরা প্রতিনিধি
ব্যাগের মধ্য থেকে নবজাতক উদ্ধার

মাগুরার শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামের একটি মসজিদের পাশে একটি ব্যাগ থেকে নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা।

 

বুধবার সকালে স্থানীয় এক নারী মসজিদের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় শিশুটির (কন্যা শিশু) কান্না শুনে সেখানে এগিয়ে যায়। এরপর স্থানীয় মুসল্লিদের সহায়তা শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে যাওয়া হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার তখলপুর পশ্চিম পাড়ার লিয়াকত মোল্যার স্ত্রী রুবিয়া বেগম বুধবার ভোর ৫ টার দিকে হাটতে বের হলে পশ্চিমপাড়া মসজিদের পাশে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে বাচ্চার কান্নার শব্দ শুনে এগিয়ে যান।

 

এ সময় ব্যাগের মধ্যে একটি নবজাতক দেখতে পেয়ে মসজিদের মুসল্লিদের ডেকে আনেন তিনি। পরে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আব্দুর রউপের সহযোগিতায় নবজাতকটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ কাজী নাজমুস সাকিব বলেন, সকাল সাড়ে ৭ টায় নবজাতকটিকে এলাকার লোকেরা নিয়ে আসে। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি, শিশুটি সুস্থ আছে। আমাদের ধারণা শিশুটি বয়স এক থেকে দুই দিন হতে পারে।

 

শিশুটিকে দত্তক নিতে ইতিমধ্যেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভিড় করছে অনেক দম্পতি।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version