-->
শিরোনাম

দৃষ্টিনন্দন সড়কে বদলে গেছে পটুয়াখালী পৌরসভা

পটুয়াখালী প্রতিনিধি
দৃষ্টিনন্দন সড়কে বদলে গেছে পটুয়াখালী পৌরসভা
পটুয়াখালীর দৃষ্টিনন্দন ঝাউতলা সড়ক

এক সময়ে অবহেলিত জরাজীর্ণ ছিল পটুয়াখালী পৌরসভা। এখন সেই পৌরসভা নান্দনিক শহর হিসেবে গড়ে উঠেছে। আন্তর্জাতিকভাবে আলোচিত হয়ে উঠেছে পটুয়াখালীর দৃষ্টিনন্দন ঝাউতলা সড়কটি।

 

বিভিন্ন জেলার পর্যটকরা সেলফি তোলার জন্য আসছেন এই দৃষ্টিনন্দন জায়গায়। আর দেশ-বিদেশের মিডিয়ায় পটুয়াখালীর উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করায় গর্বিত জেলার বাসিন্দারা।

 

এই জেলা শহরের পুরোনো পরিত্যক্ত খালের খনন শেষে গাছ লাগিয়ে ওয়াকওয়ে করায় সৌন্দর্য যেন আরো বৃদ্ধি পেয়েছে। পৌর নগরীতে ঢুকতেই চোখে পড়ে ফোর লেন। দৃষ্টিনন্দন আলোকসজ্জা, শিক্ষার্থীদের চলাচল ও বাইসাইকেল ব্যবহারের জন্য রয়েছে সাইকেল লেন। পায়ে হাঁটা, প্রাতঃভ্রমণকারীদের জন্য রয়েছে ওয়াক ওয়ে জোন এবং বিশ্রাম নেয়ার জন্য বসার বেঞ্চ।

 

আধুনিক পদ্ধতিতে করা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। শহরে গড়ে উঠেছে বহুতল দালান-কোঠা, বাহারি কারুকার্য খচিত ঘরবাড়ি। সড়কের মাঝখানে সবুজের সমাহার।

 

এ ছাড়া পুরো পৌর শহর নিয়ে আসা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। নির্মল বাতাস, অক্সিজেন এবং ধুলোবালি মুক্ত রাখার জন্য সড়কের মাঝখানে এবং ফুটপাতে লাগানো হয়েছে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছ। রাতের চলাচলে সড়কের মাঝখানে এবং ফুটপাতে পর্যাপ্ত আলোর জন্য করা হয়েছে সিঙ্গাপুরের আদলে লাইটিং। এ যেন চোখ ধাঁধানো সৌন্দর্য। গত চার বছরে এ জেলা শহরের আমূল পরিবর্তন হয়েছে।

 

পটুয়াখালী পৌরসভা নির্মিত হয় ১৮৯২ সালে। ৩০ বর্গকিলোমিটার নিয়ে এই শহর। বর্তমানে এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১ লাখেরও বেশি মানুষ বসবাস করে।

 

এদিকে চলতি বছরের সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজক ভারত। তাই জম্মু-কাশ্মীরের উন্নয়ন দেখাতে ব্যাপক প্রচার চালিয়েছে মোদি সরকার। সেই প্রচারেই বেঁধেছে বিপত্তি। শ্রীনগরের উন্নয়ন দেখাতে গিয়ে পটুয়াখালীর দৃষ্টিনন্দন সেলফি রোডের একটি ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

এক প্রতিবেদনে ফ্রি প্রেস কাশ্মীরের দাবি, শ্রীনগরের উন্নত বুলভার্ড রোডের বর্ণনায় যে ছবি ব্যবহার করা হয়েছে তার একটি বাংলাদেশের পটুয়াখালীর ঝাউতলার দৃশ্য। ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও ছবিটি শেয়ার করা হয়েছে। যদিও পরে সব জায়গা থেকে ছবিটি সরিয়ে ফেলেছে আয়োজক কমিটি। বর্তমানে এ ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সারা বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে চলছে সমালোচনা।

 

পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শতাব্দি সুকুল বলেন, আমাদের পটুয়াখালী

 

সারা দেশের মধ্যে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে এবং সম্প্রীতি আপনারা জানতে পেরেছেন কাশ্মীরের উন্নয়ন দেখাতে গিয়ে আমাদের পটুয়াখালীর সৌন্দর্যমণ্ডিত জায়গার ছবি তারা ব্যবহার করেছেন। এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়। যদিও এটা তথ্যবিভ্রাট।

 

পটুয়াখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা আরিফুর রহমান বলেন, পটুয়াখালীর যে উন্নয়ন নিয়ে দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়ায় প্রচারিত হচ্ছে তা আমি পটুয়াখালীর একজন নাগরিক হিসেবে সত্যি খুব গর্বিত। ধন্যবাদ জানাই পটুয়াখালী পৌরসভার মেয়র মহোদয়কে।

 

পটুয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন আরজু বলেন, সাগরকন্যা কুয়াকাটা এই জেলায় অবস্থিত। এ জন্যই আমরা এই জেলা শহরকে নান্দনিক ও পর্যটনমুখী গড়ে তোলার জন্য কাজ করছি। ইতোমধ্যে পরিবেশবান্ধব সুন্দর শহর গড়ে তুলছি।

 

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দীন আহমেদ বলেন, পটুয়াখালী শহর আগামীতে চট্টগ্রামের মতো বাণিজ্যিক একটি শহরে পরিণত হবে। আর এই শহরে সৌন্দর্য ধরে রাখার জন্যই আমাদের এই উদ্যোগ। প্রধানমন্ত্রী আমাকে পটুয়াখালীর উন্নয়নের জন্য যে বরাদ্দ দিয়েছে আমি সেই বরাদ্দ দিয়ে পটুয়াখালীতে এই দৃষ্টিনন্দন কাজ করেছি।

 

আশা রাখি, প্রধানমন্ত্রী সামনে আরো বেশি বরাদ্দ দিয়ে পটুয়াখালীর উন্নয়নে কাজ করার সুযোগ দেবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version