-->
শিরোনাম

৫ দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব শুরু

ভৈরব প্রতিনিধি
৫ দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব শুরু
শহরের জিল্লুর রহমান পৌর মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৭ টায় ময়ূরসিংহাসন মঞ্চস্থ হয়

‘সন্ধুকে নিব তুলে, সবকিছু ভুলে’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে নিবেদিতা নাট্যাঙ্গনের ২৫ বছর পূর্তিতে ৫ দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব শুরু হয়েছে।

 

শহরের জিল্লুর রহমান পৌর মিলনায়তনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ময়ূরসিংহাসন মঞ্চস্থ হয়েছে। ঢাকার ‘আরণ্যক’ নাট্যদলের বিশেষ প্রযোজনা ময়ূরসিংহাসন নাটকটি রচনা করেছেন নাট্যজন মান্নান হীরা এবং নির্দেশনায় রয়েছেন শাহ আলম দুলাল।

 

নাটকটিতে অভিনয় করেছেন দেশবরেণ্য নাট্যাভিনেতা মামুনুর রশীদ, আমিন আজাদ, মোমেনা চৌধুরী, দিলু মজুমদার ও আমানুল হক হেলালসহ অনেকে। এর আগে বৃহস্পতিবার নাট্যোৎসব উদ্বোধনী অনুষ্ঠানে নিবেদিত নাট্যাঙ্গনের নিজস্ব প্রয়োজনায় গীতি নৃত্যনাট্য ‘ধানগীত’ মঞ্চস্থ হয়। নাটকটি রচনায় ছিলেন, অ্যাড. কাজল কান্তি পাল ও নির্দেশনায় ছিলেন আরিফ রেজা।

 

এদিন নাট্যোৎসব উদ্বোধন করেন, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম।

 

এ প্রসঙ্গে জানতে চাইলে আয়োজক সংগঠন নিবেদিতা নাট্যাঙ্গানের সভাপতি নিজাম উদ্দিন পলাশ বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের ১৯৯৮ সাল থেকে পথচলা শুরু।

 

তখন থেকেই আমরা সমাজের অসঙ্গতি দূরীকরণে আমরা নাটকের মাধ্যমে কাজ করে যাচ্ছি। আর এবার আমরা ২৫ বছর পূর্তিতে ৫ দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব আয়োজন করা হয়।

 

তিনি আরো জানান, সমাপনী দিনে ভারতের ত্রিপুরা রাজ্যের নাট্যদল নাট্যভূমি মঞ্চস্থ করবে শেক্সপিয়ার অনুপ্রাণিত নাটক ‘রঙিন রুমাল’।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version