-->
শিরোনাম

এক দিন বন্ধ থাকার পর ২৩ রোহিঙ্গাকে ইউএনএইচসিআর এর খাদ্য সহায়তা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
এক দিন বন্ধ থাকার পর ২৩ রোহিঙ্গাকে ইউএনএইচসিআর এর খাদ্য সহায়তা
কক্সবাজারের একটি রোহিঙ্গা ক্যাম্প

এক দিন খাদ্যসামগ্রী বন্ধ রাখার পর মিয়ানমারে প্রত্যাবাসনে রাজি হওয়া চার পরিবারের ২৩ রোহিঙ্গাকে মঙ্গলবার থেকে খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর সোমবার সকাল থেকে তাদের খাদ্য সহায়তা বন্ধ করে দিয়েছিল।

 

কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সরকারের অতিরিক্ত সচিব মিজানুর রহমান জানান, স্বেচ্ছায় দেশে ফিরতে ট্রানজিট ক্যাম্পে থাকা চার পরিবারের ২৩ জন রোহিঙ্গাকে ইউএনএইচসিআর এক দিন খাদ্য সরবরাহ বন্ধ রেখেছিল। এরপর আরআরআরসি অফিসের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে বোঝানোর পর যথারীতি খাদ্য সহায়তা দেয়া শুরু হয়েছে।

 

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামছুদ্দৌজা নয়ন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘বিষয়টি একটি ভুল বোঝাবুঝি। কত দিনের জন্য ওই চার পরিবারকে খাদ্য সরবরাহ দেয়া হবে, সেটি নিয়ে ইউএনএইচসিআরের ধারণা না থাকায় এমন হয়েছে।

 

তিনি জানান, পাইলট প্রকল্পে প্রত্যাবাসনে রাজি হয়েছে এই চার পরিবার। এর মধ্যে রোহিঙ্গা আমির হোসেনের পরিবারের পাঁচজন, মোহাম্মদ হাসানের পরিবারের সাতজন, হোসান জোহারের পরিবারের পাঁচজন ও মোহাম্মদ হাসানের পরিবারের ছয়জন সদস্য রয়েছেন।

 

ইউএনএইচসিআরের কর্মকর্তারা আরো জানান, ট্রানজিট ক্যাম্পে অবস্থানরত চার পরিবারের সদস্যরা ভাসানচরে ছিলেন। ৫ মে রোহিঙ্গা প্রতিনিধিদের মিয়ানমারের রাখাইন পরিদর্শনে যাওয়ার আগে চার পরিবারের সদস্যদের ভাসানচর থেকে নিয়ে আসা হয় ট্রানজিট ক্যাম্পে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version