বরগুনা উপকূলীয় জেলায় মিষ্টি আলু চাষ লাভজনক হওয়ায় আলু চাষে ঝুঁকছেন কৃষকরা। এ বছর ৮৭৬ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা ধরে। দাম ভালো থাকায় উপকূল অঞ্চলের কৃষকের মুখে হাসি ফুটেছে।
এ বছর বরগুনায় মিষ্টি আলু হেক্টর প্রতি ফলন ২০ টন। যা গত বছরের তুলনায় অনেক বেশি। একদিকে ফলন ভালো অন্যদিকে দাম ভালো পাওয়ায় গত কয়েক বছর ধরে কৃষকরা বেশ উৎসাহ নিয়ে মিষ্টি আলু চাষ করছে।
সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের মজিদ মোল্লা বলেন, মিষ্টি আলু কম খরচে বেশি লাভবান হওয়া যায়। কোনো কীটনাশক ব্যবহার করতে হয় না। এই মৌসুমে খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা ধরে।
এ বছর দাম ভালো থাকায় আগামীতে এলাকার অন্য কৃষকরা মিষ্টি আলু চাষ করার আগ্রহ প্রকাশ করেছে। কয়েক বছর ধরে মিষ্টি আলু চাষে লাভবান হচ্ছি আমরা। মিষ্টি এলু চাষে বাড়তি তেমন কোনো খরচ দরকার হয় না।
কৃষি সম্প্রসারণ বিভাগের পরামর্শ অনুযায়ী, মাঝের চরে অধিক অংশ জায়গায় স্থানীয় জাতের মিষ্টি আলু চাষ করি আমরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার কার্যালয়ের উপপরিচালক আবু সৈয়দ জোবায়দুল আলম বলেন, এ বছর মিষ্টি আলু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০৫০ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে মাত্র ৮৭৫ হেক্টরে। হেক্টরপ্রতি ফলন হয়েছে ২০ টন।
আগামী বছরগুলোতে আবাদ বৃদ্ধির জন্য কৃষি বিভাগ কাজ করছে বলে জানান এই কৃষি কর্মকর্তা।
ভোরের আকাশ/নি
মন্তব্য