আজ রোববার দুপুর ১২টায় দিনাজপুরের ফুলবাড়ীতে স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আরো বলেন,আগামী দুই বছরের মধ্যে সারাদেশে ২৫৫ টি জয় সেন্টার স্থাপন করা হবে। প্রতিটি সেন্টার থেকে কমপক্ষে ৫০০ জন তরুণ তরুণী প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, "তরুণ তরুণীদের স্মার্ট কর্ম ক্ষেত্রের ঠিকানা হবে জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টারের, স্মার্ট সরকারি সেবা প্রদানের ঠিকানা হবে জয় স্মার্ট সার্ভিস এমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টারের। এর মাধ্যমে তরুণ তরুণীদের ঢাকা মুখি বা বিদেশমুখী হতে হবে না। নিজ এলাকায় বসেই তরুণ তরুণীরা আর্থিক সচ্ছলতা আনতে পারবে।"
ভিত্তি প্রস্তর স্থাপন পূর্বে প্রতিমন্ত্রী জুনাইদ পলক উপজেলা পরিষদ চত্তরে এস উপস্থিত হলে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা রহমান,অতিরিক্ত পুলিশ সুপার জান্নাহ আল মামুন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওয়াসিকুল ইসলম আইসিটি প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌখস দল প্রতিমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, উপজেলা আইসিটি অফিসার মোছাঃ তছলিমা আক্তার লিপি, দেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ আব্দুল কুদ্দুস শাহ,দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ উপজেলার সকল কর্মকর্তা,কর্মচারীগন উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/নি
মন্তব্য