বরগুনার পায়রা (বুড়িশ্বর) নদীতে জেলের জালে সারে ১৬ কেজি ওজনের কোরাল মাছ ধারা পড়েছে।
মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন তালতলী মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক আল আমিন। সকালে তালতলী বাজারে নিয়ে মাছটি ১৫ হাজার ৬৭৫ টাকায় আড়তদার মো. বসির হাওলাদার নামের এক মৎস্য ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার তেঁতুলিয়া এলাকায় জেলে মো. হাসেম মোল্লা জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, পায়রা (বুড়িশ্বর) নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে উপক‚লীয় জেলার অনেক জেলেরা। প্রতিদিনের মতো সোমবার রাতে নদীতে জাল ফেলে হাসেম মোল্লা। এ সময় বড় সাইজের একটি কোরাল মাছ ধরা পড়ে।
জেলে মো. হাসেম মোল্লা বলেন, কোরাল মাছটা পাইয়া মোর বুকটা বইরা গেছে খুশিতে। ছেলে মেয়ের দুজনারই পরীক্ষা চলে। ছেলে মেয়েদের পায়ে জুতো ছিল না। জুতা কিনব, বাজার করব, অনেক খুশি হইছি মাছটি পাইয়া।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে বড় সাইজের মাছ বৃদ্ধি পেয়েছে।
আমাদের অভিযানের সুফল হিসেবে এত বড় কোরাল মাছ নদীতে ধরা পড়ছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য