-->
শিরোনাম

‘মায়ের দুধের কোনো বিকল্প হতে পারে না’

নড়াইল প্রতিনিধি
‘মায়ের দুধের কোনো বিকল্প হতে পারে না’
নড়াইলে মঙ্গলবার মায়ের দুধের উপকারিতা বিষয়ে অবহিতকরণ সভায় বক্তারা

নড়াইলে মায়ের দুধের উপকারিতা ও গুঁড়া দুধের অপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী, আনসার ও ভিডিপি কার্যালয় নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, পরিবার পরিকল্পনা বিভাগ নড়াইলের উপপরিচালক এ কে এম সেলিম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার হায়দার আলী, নড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার সুব্রত হালদার, ডাক্তার শুভাশিস বিশ্বাস, ডাক্তার আসিফ আকবরসহ সরকারি-বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা।

 

বক্তারা বলেন, মায়ের দুধের কোনো বিকল্প হতে পারে না। জন্মের পরই মায়ের শালদুধ পানসহ নিয়মিত দুধ পান করাতে হবে। বিভিন্ন মোড়কে বাজারজাত কোনো দুধ শিশুকে খাওয়ানো যাবে না।

 

প্রতিদিন অন্তত ছয়বার প্রস্রাব হলে বুঝতে হবে বাচ্চা নিয়মিত মায়ের দুধ পাচ্ছে। দোকান, ক্লিনিকসহ কোনো মাধ্যমেই গুঁড়া দুধের প্রচার, বিজ্ঞাপন ও প্রদর্শন করা যাবে না। মায়ের দুধ নিয়মিত পান করলে শিশু ঠিকভাবে বেড়ে উঠবে।

 

তাই প্রত্যেক মাসহ পরিবারের প্রতিটি সদস্যকে নিয়মিত ছয় মাস বুকের দুধ পান করানোর ব্যাপারে দৃঢ় থাকতে হবে। এরপর বুকের দুধের পাশাপাশি অন্য সুষম খাবার খাওয়াতে হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version