-->

বরগুনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১

বরগুনা প্রতিনিধি
বরগুনায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১

বরগুনার পাথরঘাটা বলেশ্বর নদীর মোহনা থেকে মাছ শিকার করে ফেরার পথে নামবিহীন একটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর হোসেন নামের এক জেলে নিখোঁজ রয়েছে।

 

বুধবার সকালে ট্রলার মালিক মো. ওয়াসিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাত ৪টার দিকে বলেশ্বর নদের সুন্দরবন সংলগ্ন এলাকার একটি ডুবোচরে আটকে যায়, পরে ট্রলারটি ডুবে যায়।

 

নিখোঁজ মো. নুর হোসেন পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা এলাকার আব্দুল খালেকের ছেলে।

 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গভীর সমুদ্রে ৬৫ দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় বলেশ্বর নদের মোহনায় ট্রলারটি মাছ শিকার করতে যায়।

 

মাছ শিকার শেষে ঘাটে ফিরে আসার সময় সুন্দরবন সংলগ্ন একটি ডুবোচরে ট্রলারটি আটকে যায়। সেখানে নদীর তুফান ও স্রোতের কবলে পরে ট্রালারটি ডুবে যায়। এ সময় এক জেলে নিখোঁজ হয়।

 

এ বিষয়ে বরগুনা পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, বলেশ্বর নদীর মোহনায় একটি ট্রলারডুবির ঘটনায় এক জেলে নিখোঁজ আছে।

 

ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির সাথে যোগাযোগ করে ট্রলার উদ্ধারের কাজ চলমান রয়েছে। ট্রলারের মাঝিমাল্লা সবাই নিরাপদে ও ভালো আছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version