কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজের ৪৪ ঘণ্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ১৫০ মিটার দক্ষিণে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
তানভীর বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী মাইক্রোবাসযোগে মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশে যান। সেখান থেকে দুপুরে আসেন কুষ্টিয়া সার্কিট হাউসে। কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিয়ে ফকির লালন সাঁইয়ের মাজার ঘুরে রওনা হন শিলাইদহে কুঠিবাড়ির উদ্দেশে।
পথিমধ্যে কুমারখালী উপজেলায় গড়াই নদীতে গোসল করতে নামেন তারা। এসময় স্রোতে নিখোঁজ হন তানভীর।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, সোমবার ওই শিক্ষার্থী নদীতে নিখোঁজ হওয়ার পর থেকে প্রথমে কুষ্টিয়া ও কুমারখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সন্ধ্যায় খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তাকে খুঁজে না পাওয়ায় রাত সাড়ে ১০টা দিকে অভিযান স্থগিত করা হয়।
মঙ্গলবার সকাল থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ভোরের আকাশ/নি
মন্তব্য