কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
কালীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জিসান হোসেন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু জিসান যশোর সদর উপজেলার বানিয়াড়ী গ্রামের প্রবাসী বাবু হোসেনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে পুকুরের পাশে থাকা জাম গাছ থেকে জিসানসহ তিন জন মিলে জাম পাড় ছিল।

 

এরপর জাম খেয়ে তারা একটি পুকুরে গোসল করতে নামে। এর মধ্যে শিশু জিসান পানিতে ডুবে যায়। তার সাথে থাকা দুজন স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হোসেন জানান, পানিতে ডুবা জিসান নামে এক শিশু নিয়ে আসা হয় হাসপাতালে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য