মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠি প্রতিনিধি
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) নেতৃবৃন্দ। 

 

বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

 

সংগঠনের সভাপতি তোফাজ্জাল হোসেন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুনিল বরণ হালদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শিক্ষকরা জানান, সারা দেশে ৯৭ ভাগ বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।

 

সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারি শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা একই এবং অভিন্ন। কিন্তু বেতন ভাতার ক্ষেত্রে মারাত্মক বৈষম্যের স্বীকার হতে হচ্ছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের।

 

বৈষম্য নিরসন করে জাতীয়করণের একদফা এক দাবি বাস্তবায়নের জোর দাবি জানান তারা।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য