সরাইলে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সরাইলে গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয়ের  ব্যক্তির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গাড়ি চাপায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছে।

 

শুক্রবার (২৩জুন) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাড়িউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ওই বৃদ্ধ সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য