ঝিনাইদহে পিকআপ ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
সোমবার রাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে কালীগঞ্জের বারোবাজার থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে কালীগঞ্জ যাচ্ছিলো। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একনারীসহ দুইজন নিহত হয়। আহত হয় আরও চারজন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বারোবাজার হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম জানান, আহত চারজনের অবস্থাও আশংকাজনক। নিহত একজনের নাম কালাম। অন্যজনের নাম তৎক্ষণাত জানা যায়নি।
ভোরের আকাশ/আসা
মন্তব্য