দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুরের ফুলবাড়ীতে একই স্থানে ৫ ঘণ্টার ব্যবধানে যাত্রীবাহী নৈশবাস ও মাইক্রোবাসসহ ৯টি বিভিন্ন যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

 

এতে রহিমা বেগম (৩৭) নামের এক পিকআপ যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

 

তিনি জেলার কাহারোল উপজেলার তারাগাঁও ইউনিয়নের সাহাড়পুর গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

 

শনিবার ভোর থেকেই দফায় দফায় ফুলবাড়ী উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন ডাঙাপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম এ দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সড়কে অতিরিক্ত বিটুমিন ব্যবহার করার কারণেই দুর্ঘটনা ঘটছে দাবি করে এলাকাবাসী।

 

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরীর উপস্থিতিতে সড়ক সংস্কার কাজ শুরুর আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য