ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়কের পাশ থেকে সোহেল রানা ওরফে দুষ্টু (২৫) নামের এক তৃতীয় লিঙ্গের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের গোপীনাথপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, তৃতীয় লিঙ্গের দুষ্টুর বাড়ি দিনাজপুরে। সে এখানে বাসা ভাড়া করে থাকতেন। শুক্রবার রাতে দুষ্টুর মরদেহ রক্তাক্ত অবস্থায় সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, রাকিব নামের তার এক ছেলে বন্ধু ছিল। মরদেহ উদ্ধারের পর থেকে রাকিবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করছি, রাকিবকে পাওয়া গেলে দুষ্টুর মৃত্যুর কারণ জানা যাবে।
শনিবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য