বরগুনায় বিআরটিসি বাসে পুলিশ প্রহরায় মাদক মামলায় অভিযুক্ত ২ কিশোর আসামিকে যশোর নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাড়ির জানালা দিয়ে লাফিয়ে জনি (১৬) নামের এক আসামি পালিয়ে গেছে।
মঙ্গলবার সকালে বরগুনা থেকে বিআরটিসি বাসটি বামনার তুলাতলা নামক স্ট্যান্ডে থামার সাথে সাথে গাড়ির জানালা দিয়ে জনি লাফ দিয়ে পালিয়ে যায়।
জানা যায়, বরগুনা জেলখানা থেকে একজন এএসআই মাহবুব (স্বশম্র) এবং নাঈম ও প্রণব নামের ২ জন কনস্টেবলের প্রহরায় বিআরটিসি বাসযোগে তাদের যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হচ্ছিল।
শনিবার রবামনা থানা পুলিশ ১৯ পিস ইয়াবাসহ মাহমুদ (১৬) ও জনি (১৬) নামের ২ কিশোরকে গ্রেপ্তার করে। ওইদিনই তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ জনির পিছু ধাওয়া করলে সে খালে ঝাঁপ দিয়ে পড়ে সাঁতার কেটে পার হয়ে অদৃশ্য হয়ে যায়।
বামনা থানার ওসি বলেন, জনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি, দ্রুত তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।
ভোরের আকাশ/নি
মন্তব্য