ফরিদপুরে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন।
এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৩ জন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৮৯ জন রোগী। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। অন্যরা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ জন ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২১৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৪ জন।
ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দিকুর বলেন, ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আছে। শঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখন পর্যন্ত উদ্ভব হয়নি। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত কোনো রোগী মারা যায়নি।
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে প্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে সচেতনতা করে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য