-->

পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

রাজবাড়ী প্রতিনিধি
পদ্মায় পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি ও স্রোত বেড়েই চলেছে।

 

উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার (পানি পরিমাপক) সালমা খাতুন জানিয়েছেন, সোমবার সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সেখানে ৫ সেন্টিমিটার পানি বেড়েছে। এ নিয়ে গত সাত দিনে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে ৭৫ সেন্টিমিটার পানি বাড়ল। এর মধ্যে গত তিন দিনে (১৫, ১৬, ১৭ জুলাই) পানি বেড়েছে ৪৮ সেন্টিমিটার।

 

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। এতে উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া, উজানচর ও ছোটভাকলা ইউনিয়নের নদীতীরবর্তী বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

 

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পানি বৃদ্ধির পাশাপাশি স্রোতের তীব্রতা বেড়েছে।

 

সেখানে চলাচলকারি ফেরিগুলো স্রোতের মুখে স্বাভাবিক গতিতে চলতে পারছে না। এতে ফেরিপারাপারে এখন স্বাভাবিকের চেয়ে সময় অনেকটা বেশি লাগছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version