ঝিনাইদহের শৈলকুপায় সেচ খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ভগবাননগর গ্রামের মাঠের খাল থেকে ইদ্রিস আলী নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ইদ্রিস আলী উপজেলার ভগবাননগর গ্রামের মৃত সানারুদ্দিনের ছেলে।
ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, সকালে সেচ খালে পাটজাগ দিতে গিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তবে গ্রামবাসী জানান, ইদ্রিস আলী শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে বাড়ি ফিরে আসেনি।
এ তথ্য নিশ্চিত করেন শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম।
ভোরের আকাশ/নি
মন্তব্য