-->
শিরোনাম

গাইবান্ধায় ২৪ দরিদ্র ব্যক্তি পেল অটোভ্যান

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় ২৪ দরিদ্র ব্যক্তি পেল অটোভ্যান

গাইবান্ধা সদর উপজেলার ২৪ জন অসহায়-দরিদ্র ব্যক্তির মাঝে বিনামূল্যে অটোভ্যান প্রদান করা হয়েছে।

 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি অসহায় ব্যক্তিদের মাঝে এসব অটোভ্যান বিতরণ করেন।

 

অটোভ্যান বিতরণ শেষে মাহাবুব আরা বলেন, বেকারম্ক্তু গাইবান্ধা সদর উপজেলা গড়ার অঙ্গীকার নিয়ে মুজিব বর্ষের উপহার প্রদানের ধারাবাহিকতায় আজ ২৪ ব্যক্তিকে অটোভ্যান দেয়া হলো। এ নিয়ে কয়েক দফায় মোট ১১১ জন দরিদ্র ব্যক্তির মাঝে অটোভ্যান দেয়া হলো। পরবর্তীতে আরো সুবিধাভোগীর মাঝে অটোভ্যান বিতরণ করা হবে।

 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সাল থেকে এই সাড়ে ১৪ বছরে বেকার জনগোষ্ঠীদের বিভিন্ন কর্মকান্ডের সম্পৃক্ত করে বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

সে সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু প্রমুখ।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version