-->
শিরোনাম

যশোরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি
যশোরে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

যশোরে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলাতে ভর্তি রোগী সংখ্যা ২৬১। মারা গেছেন ৩ জন।

 

বৃহস্পতিবার যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

 

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন যশোর সদর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের রুমা খাতুন (৪০) নামে এক নারী। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি জ্বর, ঠান্ডা, কাশিসহ ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ২৫ জুলাই হাসপাতালে ভর্তি হন। ২৬ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, যশোর জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ২৬১। এর মধ্যে সুস্থ হয়েছে ২০০ জন, ভর্তি আছেন ৬১ জন এবং মারা গেছেন মোট ৩ জন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version