-->
শিরোনাম

কুড়িগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

কুড়িগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ জন রোগী। এ নিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে। এর মধ্যে ৮৮ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।

 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছে ১৫ জন এবং রোমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ১ জন এবং রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।

 

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আতিকুর রহমান জানায়, ডেঙ্গু আক্রান্তরা ঢাকার শিল্পাঞ্চল, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুরে কর্মরত ছিলেন। প্রচন্ড জ্বর, সর্দি, বমি ও মাথাব্যথা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন।

 

পরে পরীক্ষা-নিরীক্ষার পর তারা ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version