ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বর্ষার পানিতে গোসল করতে নেমে পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মৃত্যু হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম সোমবার (৭ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আগেরদিন রোববার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া কিশোরের নাম ইজাজুল হক (১৫)। সে ওই গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে। ৫ ভাইয়ের মধ্যে সে সবার ছোট ছিল।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ইজাজুল মানসিক প্রতিবন্ধী ছিল। রোববার আসরের নামাজের পর কাউকে কিছু না বলে নিজ বাড়ির দক্ষিণ পাশের ঘাটলায় বর্ষার পানিতে গোসল করতে যায়।
অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় সন্দেহবশত বাড়ির পাশে বর্ষার পানিতে মাছ ধরার জাল ফেলে টান দিলে মৃতদেহ জালে উঠে আসে। ছোট ছেলে ইজাজুল দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন বলে জানায় তার মা খুশেদা বেগম।
ওসি মো. এমরানুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য