-->
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামী ৩ ভাই গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামী ৩ ভাই গ্রেপ্তার
র‍্যাব এর হাতে আটক হত্যা মামলার আসামী ৩ ভাই

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হাফিজ উদ্দিন (৪৭) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ৩ ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

শনিবার (১২ আগস্ট) দুপুরে গ্রেপ্তার হওয়া ৩ ভাইকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় র‍্যাব আসামিদের সরাইল থানায় হস্তান্তর করে। সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত আমিন মিয়ার ছেলে রায়হান (২৫), সাইফুল (২৭) এবং তফসির (৩০)। ময়মনসিংহ জেলার ভালুকা ও নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম জানান, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ছান্দাল আলীর ছেলে হাফিজ মিয়ার সঙ্গে একই এলাকার মৃত আমিন মিয়ার বাড়ির বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে ৪ আগস্ট বিকেলে রায়হান, সাইফুল এবং তফসিরসহ অন্যান্য আসামিরা হাফিজ মিয়ার ওপর হামলা করেন।

 

এরপর দিন ভোরে হাফিজ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী শাহানা আক্তার বাদী হয়ে সরাইল থানায় মামলা করেন।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version