ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের বড় দেপাশাই আশ্রয় প্রকল্পের মাঠে মঙ্গলবার সকাল ১০টায় ৪ শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ১৪ কেজি করে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. আওলাদ হোসেন।
তিনি বলেন, আজ যারা সমাজে অবহেলিত তাদের জন্য সরকার ঘর করে দিয়েছে জমিসহ। এটা অন্য কোনো সরকারের দ্বারা সম্ভব নয় বলে আমি মনে করি। আজ আপনাদের মাঝে চাল, ডাল, তেল, লবণ, মসলাসহ ১৪ কেজি করে ত্রাণ দেয়া হচ্ছে। যাতে করে কোনো মানুষ অভাবে না থাকে। তারপর আমরা যারা জনপ্রতিনিধি আছি সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার।
এ সময় প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। এ ছাড়াও বিশেষ উপস্থিত ছিলেন সোমভাগ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার শহিদুল্লাহ, রমজান আলী ও কালাম মেম্বার।
ভোরের আকাশ/নি
মন্তব্য