-->

জমকালো আয়োজনে চট্টগ্রামে শীল শক্তি পরিষদের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
জমকালো আয়োজনে চট্টগ্রামে শীল শক্তি পরিষদের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

জমকালো আয়োজনে চট্টগ্রামে শীল শক্তি পরিষদের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। পরিষদের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করেছে শীল শক্তি পরিষদ।

 

শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শংকর মঠ ও মিশন, গীতা প্রচার সংঘের চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি( বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান ও ফেনী সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল। অনুষ্ঠানের উদ্ধোধন করেন জুবিলী রোড ব্যবসায়িক সমিতির সাবেক সিনিয়র সহ - সভাপতি শিবু কুমার শীল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিইপিজেড পূর্জা উদযাপন কমিটির সভাপতি উত্তম মহাজন (নব)।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও দৈনিক ভোরের আকাশের সিনিয়র রিপোর্টার শিপংকর শীল, রাঙ্গুনিয়া উপজেলার ২ নং হোসনেবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অসীম বরণ সুশীল, চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ - সভাপতি লায়ন কাজল কান্তি বৈদ্য। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন শীল শক্তি পরিষদের প্রধান উপদেষ্টা দিলীপ কুমার সুশীল।

 

অনুষ্ঠান শেষে শীল সম্প্রাদায়ের বিভিন্ন সেক্টরে অবদান রাখায় বিশেষ গুণী ব্যাক্তিদের সংবর্ধিত করা হয়। তারা হলেন, সমাজসেবায় অজিত কুমার শীল, শিক্ষা ও সাহিত্যে কবি অরুন শীল, আইন পেশায় এ্যাডভোকেট দীপক কুমার শীল, সাংবাদিকতায় প্রদীপ শীল, চিকিৎসা পেশায় ডা. সুনন্দা শীল।

 

ভোরের আকাশ/আসা

মন্তব্য

Beta version