-->

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে ট্রেনে কাটা পড়ে সবুর আলী মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মল্লিক পাড়ার মৃত সোহরাব আলী মল্লিকের ছেলে।

 

বুধবার ভোর সাড়ে ৬টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়া পাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলার খানখানাপুর বাজারস্থ কামার পট্টি এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। তখন রাজবাড়ী থেকে ভোর ৬টা ১০ মিনিটে ছেড়ে আসা ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছায়। ট্রেনটি অনেক হর্ণ বাজালেও তিনি রেললাইন থেকে সরেননি।

 

এ সময় ট্রেনটি তার ওপর দিয়ে চলে গেলে ট্রেনের ধাক্কায় একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং রেললাইনের মাঝেই মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

স্থানীয়রা আরো জানান, তিনি বার্ধক্যের কারণে কানে কম শুনতেন। পরে রাজবাড়ী জিআরপি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

 

রাজবাড়ী জিআরপি থানার এসআই শেখ শহিদুল ইসলাম বলেন, আমরা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারলাম তিনি কানে কম শুনতেন। মরদেহের সুরতহাল প্রতিবেদনের কাজ চলছে।

 

পরবর্তী আইনগত ব্যবস্থার মাধ্যমে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version