বগুড়ার শিবগঞ্জ উপজেলায় দড়িতে বাঁধা এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় কলার বাগানে মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে জানায়। নিহত কৃষক সাইদুর রহমান (৪৬) উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া উত্তর পাড়া গ্রামের তবিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইদুরকে তার শ্বশুর বাড়ির লোকজন ফোন করে একই ইউনিয়নের মাঝপাড়া গ্রামে নিয়ে যায়। এ ঘটনার সাথে তার শ্বশুরবাড়ির লোকজন জড়িত থাকতে পারে এমন ধারণা করা হচ্ছে।
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ভোরের আকাশ/নি
মন্তব্য