-->
শিরোনাম

ঘোড়াঘাটে একই বিদ্যালয়ের ৩ জন পেলেন শ্রেষ্ঠ শিক্ষা পদক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ঘোড়াঘাটে একই বিদ্যালয়ের ৩ জন পেলেন শ্রেষ্ঠ শিক্ষা পদক

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষিকা ও সহকারী শিক্ষিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ তিন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা পদক অর্জন করেছেন।

 

শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা আনজুমান আরা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পপি রানী।

 

এ ছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কানাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল ওয়াজেদ, শ্রেষ্ঠ কাব শিক্ষক সাহেবগঞ্জ (১৫০০) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আলাউদ্দিন, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান খোদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছেন।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল আহমেদ।

 

উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ শ্রেষ্ঠ সভাপতি, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষককে অভিনন্দন জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সভাপতি রেবেকা মতিন চৌধুরী বানু, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ সরকার মো. মনিরুল ইসলাম, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, রানীগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন, রানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব মো. রেজা, ঘোড়াঘাট মহিলা ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, ঘোড়াঘাট কারিগরি কলেজের অধ্যক্ষ সাদেকুর রহমান শাকিল, রামেশ্বরপুর দারুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মমিনুর রশীদ, ঘোড়াঘাট রাজিয়া চৌধুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরবখত মিয়া রিমন, রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক লায়ন মো. রুহুল আমিন।

 

বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি পাওয়ায় এবং বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়ায় অগ্রগতি করায় এই সম্মাননা সনদ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান এবং উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াকিল আহমেদ।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version