-->

ভেড়া পালন করে জীবন চলে জব্বারের

রিফাতুন্নবী রিফাত, গাইবান্ধা
ভেড়া পালন করে জীবন চলে জব্বারের
ভেড়া নিয়ে ছুটছেন আব্দুল জব্বার মিয়া

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার মিয়া। বয়স ৮৩ ছুঁই ছুঁই। এ বয়সে তার থাকার কথা বিশ্রামে। কিন্তু বিশ্রাম নেয়ার মতো সুযোগ নেই তার। কারণ কাজ না করলে পেট চলবে কেমনে।

 

তাই এই ভ্যাপসা গরম, রোদ, বৃষ্টি মাথার ওপর দিয়ে ছুটে চলছেন ফসলি জমির আইল কিংবা রাস্তার দু’পাশে গজিয়ে ওঠা ঘাস খাওয়ানোর উদ্দেশে একদল ভেড়া নিয়ে। এই ভেড়া লালন পালন করেই জীবন চলে জব্বারের। আব্দুল জব্বার মিয়া ভেড়া লালন পালন করেন দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে। তার খামারে ছোট-বড় সব মিলিয়ে ১০টি ভেড়া রয়েছে।

 

জানা যায়, আব্দুল জব্বার মিয়ার বিবাহিত জীবনে ৪ ছেলে মেয়ের জনক। ২ ছেলে ২ মেয়ে। বড় ছেলে ঢাকায় থাকেন এবং ছোট ছেলে এলাকাতেই ভ্যান চালান। ২ মেয়ের মধ্যে বড় মেয়ে বিয়ে সাদি দিয়েছেন ও ছোট মেয়ে কয়েক বছর আগে মারা গেছে।

 

বড় ছেলে ঢাকায় থাকলেও পিতা মাতা খরচ চালান না ও ছোট ছেলে আগে ভ্যান চালালেও এখন অসুস্থ হয়ে পড়ে আছেন বাড়িতেই। তাই আব্দুল জব্বারকে দেখার মতো থাকলেও নেই কেউ।

 

আব্দুল জব্বার মিয়া ভোরের আকাশকে বলেন, আগে যখন শরীর ভালো ছিল তখন অন্যের জমিতে কামলা কৃষান দিয়ে সংসার চালাতাম। কিন্তু এখন তো বয়স হয়েছে কাজ করার মতো দম, সাহস, শক্তি পাই না। কি আর করি, পেট তো চলার লাগবে। তাই ২ যুগ আগে ১টা ভেড়া কিনেছিলাম পালার জন্য, সেই ভেড়া থেকে আস্তে আস্তে অনেক ভেড়া হতে থাকে।

 

এই ভেড়া লালন পালন করিয়া কোনো মতো জীবনটা পাড় করছি। এসব ভেড়া বিক্রি করি আর বাজার খরচ ও ওষুধ কিনি কিনি খাই। তাই আমার জীবনে এখন আশা ভরসা আর শেষ সম্বল হচ্ছে এই ভেড়া কয়টি।

 

যে কয়দিন বেঁচে আছি এসব ভেড়া পালন করে কোনো মতো বাঁচতে চাই, বেশি কিছুর আর দরকার নাই আমার।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version