হত্যা ও একাধিক মাদক মামলার আসামি শীর্ষ মাদক কারবারি মো. সোহাগ হাওলাদারকে বরগুনার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ পাঁচ কেজি গাঁজাসহ ১ হাজার ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে।
শুক্রবার দুপুরে বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মো. বশিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। সোহাগ হাওলাদার বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের বুরজিরহাট এলাকার মৃত মোতালেব হাওলাদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের বুরজিরহাট হাজীবাড়ী এলাকায় সোহাগের নিজ বসতঘরের রান্না ঘর থেকে একটি প্লাস্টিকের ড্রামে মাটির মধ্যে বসানো অবস্থায় গাজা উদ্ধার করা হয়। সোহাগের ঘর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো বশিরুল আলম বলেন, বুরজিরহাট বাজারের ব্যবসায়ী কালাম হত্যা মামলার দুই নাম্বার আসামি বরগুনার অন্যতম শীর্ষ মাদক কারবারি সোহাগকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তোর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় মামলার পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ভোরের আকাশ/নি
মন্তব্য