সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই লক্ষ্যে "জাতীয় স্থানীয় সরকার দিবস"-২০২৩ উদযাপনে গাইবান্ধায় বর্ণাঢ্য র্যালি ও তিন দিনব্যাপী মেলার উদ্বোধন হয়েছে।
রোববার(১৭ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। এর আগে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরপার্কে গিয়ে শেষ হয়।
এ সময় হুইপ বলেন, স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশ অনেক শক্তিশালী হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামের সাধারণ মানুষের দৌড়গোড়ায় শহরের সুযোগ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে এই মেলা। এছাড়াও মহিলা উদ্যোক্তাদের ব্যবসার প্রচারের জন্য এই বিশেষ ভুমিকা পালন করবে। পরে হুইপ মেলার বিভিন্ন স্টল গুলো পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম, এলজিইডি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা, উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া, প্রাণী সম্পদ অফিসার তরুন কুমার দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রাক্কলিন রাকিবুল ইসলাম, ইঞ্জিয়ার পাপুল, আওয়ামী লীগ নেতাকর্মী সহ অনেকে।
মেলায় অংশ নেওয়া ফাতিহা হ্যান্ডিক্রাফট এর উদ্যোক্তা তাসলিমা আক্তার বলেন- আমরা মহিলা উদ্যোক্তারা অনলাইনের পাশাপাশি অফলাইনে ব্যবসা করে থাকি। আমাদের জন্য এই মেলাটি অনেক উপকারী। এই মেলাটি আমাদের অফলাইনে প্রচারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
উল্লেখ্য, মেলায় জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, গাইবান্ধা পৌরসভা,তনয় ওমেন্স হাউস, কল্পতরু বুটিক হাউস, ৩ কুপতলা ইউনিয়ন পরিষদ, ৪নং সাহাপাড়া ইউনিয়ন পরিষদ, ৫নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ, ৯নং খোলাহাটি ইউনিয়ন পরিষদ, ১২ নং কামারজানি ইউনিয়ন পরিষদ, ফ্রেন্ডশিপ, এস,কেএস ফাউন্ডেশন সহ মোট ৩৫টি ষ্টল মেলায় অংশ নেয়।
আগামী মঙ্গলবার এই মেলার সমাপ্ত হবে।
ভোরের আকাশ/নি
মন্তব্য