-->
শিরোনাম

সিসি ক্যামেরার অভাবে ঘটছে ক্লুলেস ঘটনা

ঝালকাঠী প্রতিনিধি
সিসি ক্যামেরার অভাবে ঘটছে ক্লুলেস ঘটনা

ঝালকাঠী শহরে দিন দিন বেড়েই চলছে নৃশংস ঘটনা। শহরের বহু গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার না থাকায় দিন দিন বেড়ে যাচ্ছে রাহাজানি। উঠতি বয়সী ছেলেমেয়েরা এ সুযোগকে কাজে লাগিয়ে সেসব রাস্তাকে প্রেম করার জন্য উপযুক্ত জায়গা হিসেবে বেছে নিয়েছে।

 

এর মধ্যে জেলা প্রশাসকের বাসভবনের রাস্তা থেকে শুরু করে আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয় রাস্তায় প্রায় সময়ই রোমিওদের দেখা যায়। আশপাশে কোনো সিসি ক্যামেরা থাকলে এগুলো অনেকাংশে কমে যেত। মাঝে মধ্যে এ রাস্তা দিয়ে আসা জনগণ ও বিচার প্রার্থীরাও হামলার শিকার হয়।

 

শিশুপার্ক, মিনি পার্ক, ডিসি পার্ক, ইকো পার্কে অনতি বিলম্বে সিসি ক্যামেরার আওতায় আনা না হলে অপরাধীরা এ রকম নৃশংস ঘটনা ঘটিয়ে অনায়াসে পার পেয়ে যাবে।

 

স্থানীয়রা মনে করেন, প্রেম ঘঠিত বিষয় নিয়ে ভাড়াটে খুনিদের দিয়ে এ সুযোগকে কাজে লাগিয়ে সেসব রাস্তায় হত্যাকান্ড ঘটতে পারে। গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় পর্যাপ্ত সিসি ক্যামেরার ব্যবহার থাকলে খুব সহজেই রহস্য উদঘাটন করা যেতে পারে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য

Beta version