জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

জয়পুরহাটে বুদলা ওড়াও নামের এক চালককে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

বুধবার সকালে সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুড়িয়া এলাকার একটি সবজি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জয়পুরহাট পৌর শহরের চকগোপাল মহল্লার অধিবাসী অর্জন উড়াওয়ের ছেলে।

 

জানা যায়, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হন বুদলা উড়াও। রাতে তিনি আর বাড়ি না ফেরায় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে তাকে। পরে বুধবার সকালে চকশ্যাম-ঘাসুড়িয়া সড়কের সবজি ক্ষেতে একটি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

 

জয়পুরহাট থানার ওসি হুমায়ুন কবির জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এ হত্যার বিষয়ে কিছু তথ্য মিলেছে। তদন্তসাপেক্ষে খুব দ্রুত দোষীদের চিহ্নিত করা হবে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য