ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেঁড়িবাধ এলাকায় কুকুরিয়া খালে পানির স্রোতে ভেসে যাওয়া হারিছ মিয়া (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। হারিছ মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন।
জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের পাশে আকাশি বিলে মাছ ধরতে যান হারিছ মিয়া। মাছ ধরে বাড়িতে ফেরার পথে সকাল ৯টার দিকে কুকুরিয়া খাল পার হওয়ার সময় অধিক স্রোতে পানিতে ভেসে যায় হারিছ। পরে ২ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে স্থানীয়রা খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর উপজেলা প্রশাসন ও পুলিশের উপস্থিতিতে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন জানান, উদ্ধার করা লাশটি গোকর্ণ ইউনিয়নের উজ্জল মিয়ার ছেলে। সকালে মাছ ধরতে গিয়ে খাল পার হওয়ায় সময় স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে।
লাশটি তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/নি
মন্তব্য