ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা তৌহিদ নামের আরো এক যুবক আহত হয়েছেন।

 

রোববার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার যাত্রাপুর গ্রামের মো. ফজলু মিয়ার ছেলে।

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ভোরে সিলেট থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি বাড়িউড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে সংঘর্ষ হয়।

 

এতে ঘটনাস্থলে পিকআপচালক নিহত হয়। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। আহতকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

 

এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

 

ভোরের আকাশ/নি 

মন্তব্য